প্রায় অনেকদিন পরে হিডেন ফোল্ডারে জমিয়ে রাখা ছবিগুলো আজকে আপলোড করলাম । ‘হিডেন ফোল্ডার’ শুনতে কেমন লাগলেও এর পিছনে আছে অনেক কথা অনেক গল্প । আর পাঁচটা প্রেমের মতোই ছিল কিছুটা আমাদেরও কাহিনী যেমন আসেপাশে ঘুরতে যাওয়া, নিজের ফোনে হিডেন ফোল্ডারের ছবিগুলো লুকিয়ে রাখা যেন কেউ দেখে না ফেলে… কারণ দেখে ফেললে তো মার একটাও মাটিতে পড়বে না😂 শুধু কিছু ক্লোস ফ্রেন্ডদের কাস্টমে রেখে স্টোরি দিতাম । ভাগ্যক্রমে কোনো ফ্রেন্ড ছবিগুলো পাবলিক করেনি ( আসল বন্ধু❤️ ) । আজকে হটাৎ আগের ছবিগুলো দেখছিলাম , তখন চিন্তা করলাম সোশ্যাল মিডিয়া তে অনেকেই আমাদের রিলেশন চলাকালীন অবস্থায় ছবি দেখতে চাচ্ছিল আমাদের বিয়ের পর থেকেই । চিন্তা করলাম আজকে পোস্ট করেই ফেলি কি আর হবে বিয়ে তো করেই ফেলসি হা হা 🤭 । [বি: দ্র] - মা, বাবা , ভাই এই ছবি দেখলে আমি শেষ 🙂 ( কিন্তু লাভ নাই বিয়ে হয়ে গিয়েছে😁) #tarfahslife #mrmrshoque